Translate

সোমবার, ২৯ এপ্রিল, ২০১৩

Men Suddenly in Love (2011) BluRay 720p 550MB

Download Men Suddenly in Love (2011) BluRay 720p 550MB Ganool




 Info: http://www.imdb.com/title/tt1884354/
Release Date: 10 March 2011 (Hong Kong)
Genre: Comedy
Cast: Maggie Cheung Ho Yee, Sui-man Chim and Chrissie Chow
Quality: BluRay 720p
Encoder: SayFull@Ganool
Source: 720p.BluRay.x264-HDChina
Subtitle: Indonesia, English




Single Link
 
 
Fileserve: 
http://linksafe.me/d/6a657489a6/sfmsudluvbd72.Ganool.com.mkv
 
Wupload: 
http://linksafe.me/d/2af1622804/sfmsudluvbd72.Ganool.com.mkv 
 
Filesonic: 
http://linksafe.me/d/567adc5f95/sfmsudluvbd72.Ganool.com.mkv 
 
Enterupload; 
http://linksafe.me/d/176b7c1f83/sfmsudluvbd72.Ganool.com.mkv.html



বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৩

আসুন ফটোসপ দিয়ে বিজলি তৈরী করি !!

সবাই কেমন আছে? আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। অনেকেই জানেন যে ফটোসপে কাজ শিখতে হলে একটি ফরম পূরণ করতে হবে। ফরম এর কাজ চলছে, অতি শীঘ্রই তা পাবেন আমার একটি নতুন সাইটে। তাই যেহেতু কাজ চলছে সে কারণে আমি আমার কাজ শুরু করে দিলাম।
আগের পর্বে দেখিয়ে ছিলাম বৃষ্টি তৈরী করা। আশা করি সকলেই তৈরী করতে পেরেছেন। ভালো হোক আর খারাপ হোক মন্তব্য করে জানাবেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ছবি আপনাদের দেব। যারা সত্যিইকারের ফটোসপ শিখতে চান,তারা ছবিটি ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং ছবির উপরে আপনার নাম লিখে পূণরায় আমার কাছে মেইল করবেন। 


আজকে শিখাবো কিভাবে বিজলী তৈরী করতে হয়। প্রথমে আমার তৈরী করা ছবিটি দেখুন এবং আপনারা তৈরী করলে ঠিক এরকম হবে।

 
 প্রথমে আমার মূল ফাইলটি ডাউনলোড করে নিন এবং ফটোসপ দিয়ে ওপেন করুন।
তারপরে টুলবার থেকে ম্যাজিক টুল নিয়ে আকাশে ক্লিক করলে নিচের মত হবে।


তারপরে কি-বোর্ড থেকে সিফ্ট কি চেপে ম্যাজিক টুল দিয়ে সম্পূর্ণ আকাশ সিলেক্ট করুন নিচের ছবির মত

 মেনুবার থেকে কমান্ড দিন লেয়ার>নিউ> লেয়ার>ওকে। তাহলে একটি নতুন লেয়ার তৈরী হবে নিচের ছবির মত


টুলবার থেকে গ্রাডিয়েন্ট টুল সিলেক্ট করে মেনুবারের নিচের গ্রাডিয়েন্ট টুলবার এর প্রোপারটিজ আসলে কালো গ্রাডিয়েন্ট সিলেক্ট করুন নিচের ছবির মত

সিলেক্ট হলে ছবির উপরের অংশে ক্লিক করে ঠিক সোজা রেখে মাঝখানে এনে টেনে ছেড়ে দিতে হবে,তাহলে নিচের মত ছবিটি হবে।

 
এবার মেনুবার থেকে পূনরায় কমান্ড দিন ফিল্টার>রেন্ডার>ডিফারেন্স ক্লাউড। তাহলে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করা অংশ নিচের ছবিটির মত হবে

আবারও মেনুবার থেকে কমান্ড দিন-ইমেজ>এডজাসমেন্ট>ইনভার্ট। তাহলে ছবিটি দেখতে নিচের মত হবে

 
আবারও মেনুবার থেকে কমান্ড দিন-ইমেজ>এডজাসমেন্ট>লেভেল এ ক্লিক করলে নিচের মত ছবিটি আসলে ১.০০ এর পরিবর্তে .১০ দিন আর সব ঠিট আছে ওকে ক্লিক করুন।। 
(যারা ৭.০ বা ৯.০সিএস২ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে বক্সটি আসবে উপরে)। তাহলে নিচের মত ছবিটি হবে-

মেনুবার কমান্ড দিন-ইমেজ>এডজাসমেন্ট> হিউ/সিচুরেশন(কন্ট্রোল+ইউ) তাহলে নিচের মত ছবিটি আসবে

উপরের ছবিটি আসলে কিছু পরিবর্তণ করতে হবে। প্রথম ঘরে ২০৫ এবং নিচের ঘরে ৫০ কোনায় কালারাইজ এ ক্লিক করে ওকে ক্লিক করতে হবে। নিচের  ছবিটি লক্ষ করুন।

 
লেয়ার এর উপরে অপাসিটি ১০০ এর পরিবর্তে ৬৩ দিলেই কাজ শেষ।
আশা করি বুঝতে কষ্ট হয়নি যদি বুঝতে কষ্ট হয় তবে আমাকে মোবাইল করতে পারেন আমি সরাসরি মোবাইলে শিখাতে পাবর-০১৯১৪৭১৮২৯৯। আমি চাই আপনারা সকলেই ফটোসপ শিখেন। আর একটি কথা যারা আমার ব্লগের ফ্রি মেম্বার হন নাই তারাতারি করে ফ্রি মেম্বার হয়ে যান। কারণ কখন কি নতুন নতুন পোষ্ট দিবো দেখা যাবে এক পেজে শেষে হয়ে আরেক পেজে চলেগেছে। কিন্তু মেম্বার হলে আমার লিখা সকল পোষ্ট আপনার ই-মেইলের ইনবক্সের চলে যাবে।

সোস :http://total-sw.blogspot.com/2012/04/blog-post_08.html

আসুন ফটোসপ দিয়ে বৃষ্টি তৈরী করি !!

হঠ্যাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কিন্তু সেটা তো সব কিছু ভিজে যাওয়া বৃষ্টি। যা কিনা অনেকের কাজের আবারও কারো কারো ক্ষতির কারণ হয়ে থাকে। কিন্তু আপনি চাইলে এই বৃষ্টি তৈরী করতে পারেন ফটোসপ দিয়ে।
যা তৈরী করা একদম সহজ। নিচের ছবিটি লক্ষ করুন।
প্রথমে আমার অরজিনাল ছবিটি ডাউনলোড করুন।
 তারপরে ফটোসপের সাহয্যে ছবিটি ওপেন করুন। এবার মেনুবার থেকে কমান্ড দিন-
লেয়ার>নিউ>লেয়ার>ওকে। নিচের ছবিতে লক্ষ্য করুন
তাহলে আপনার ছবিটির উপরে একটি লেয়ার তৈরী হবে নিচের ছবিটি লক্ষ করুন-
এবার লেয়ার-১ সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার মেনুতে ক্লিক করে রেন্ডার >ক্লাউডস এ ক্লিক করুন নিচের ছবির মত
তাহলে আমার দেয়া বিল্ডিং এর ছবিটিতেকালো মেঘে ভরে যাবে নিচের ছবিটি লক্ষ করুন।
এবার পূনরায় ফিল্টার মেনুতে ক্লিক করে নয়েস এ ক্লিক করে এড নয়েসে ক্লিক করুন। নিচের ছবির মত

এর ফলে একটি এড নয়েস নামক বক্স আসলে সেখানে যেই সেটিং আছে মানে হল ৪০০ এবং দুটি জায়গায় টিক দেয়া আছে ঠিক তাই করুন নিচের ছবির মত।

তারপরে পূনরায় আবার ফিল্টার মেনুতে ক্লিক করে ব্লুয়ার এর ক্লিক করে মোশন ব্লুয়ারে ক্লিক করুন নিচের ছবির মত

মোশন ব্লুয়ার নামক একটি বক্স আসবে নিচের দেয়া আমার ছবির সেটিং এর মত সেটি করুন
তাহলে ছবিটি দেখতে আমার ছবির মত হবে।
এবার লেয়ার অপশন থেকে নরমাল এর পরিবর্তে স্ক্রীণ এর ক্লিক করুন আমার ছবিতে লক্ষ করুন।

এবার স্ক্রীন এর বরাবর অপাসিটি ১০০ এর পরিবর্তে ৬২ করুন। আপনার কাজ শেষ দেখেন তো বৃষ্টি বৃষ্টি মনে হয় নাকি। 
 
 
 সোস : http://total-sw.blogspot.com/2012/04/blog-post.html




সোমবার, ১ এপ্রিল, ২০১৩

Boom (2003) Mobile Download Link


MOVIE INFO

Released : September 19, 2003
Genre : Action / Crime / Thriller
Starcast : Amitabh Bachchan,Jackie Shroff,Gulshan Grover,Padma Lakshmi,Madhu Sapre,Katrina Kaif,Javed Jaffrey,Zeenat Aman.
Desc :
The fashion world meets the underworld in BOOM, written and directed by Kaizad Gustad (BOMBAY BOYS) and produced by Ayesha Shroff under the banner of Quest Films. The line-up is impressive� Starring Amitabh Bachchan, Jackie Shroff, Gulshan Grover, Jaaved Jaaferi, Madhu Sapre, Padma Lakshmi, Katrina Kaif, Seema Biswas, Zeenat Aman and Hollywood star Bo Derek, the film has been shot in Mumbai, Dubai and Sri Lanka in 63 days flat. BOOM revolves around three sexy supermodels, Anu Gaekwad (played by Madhu Sapre), Sheila Bardez (Padma Lakshmi) and Rina Kaif (Katrina Kaif), who live and work together in India and belong to the international world of fashion. They are the best in their field.
Duration : 1hr 50min
Size : 135mb







DOWNLOAD THE MOVIE

Boom1_AHMAD.avi ( 233305 hits ) 68.1 MB
Boom2_AHMAD.avi ( 143168 hits ) 67.0 MB