হঠ্যাৎ
করেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কিন্তু সেটা তো সব কিছু ভিজে যাওয়া বৃষ্টি।
যা কিনা অনেকের কাজের আবারও কারো কারো ক্ষতির কারণ হয়ে থাকে। কিন্তু আপনি
চাইলে এই বৃষ্টি তৈরী করতে পারেন ফটোসপ দিয়ে।
যা তৈরী করা একদম সহজ। নিচের ছবিটি লক্ষ করুন।
প্রথমে আমার অরজিনাল ছবিটি ডাউনলোড করুন।
যা তৈরী করা একদম সহজ। নিচের ছবিটি লক্ষ করুন।
প্রথমে আমার অরজিনাল ছবিটি ডাউনলোড করুন।
তারপরে ফটোসপের সাহয্যে ছবিটি ওপেন করুন। এবার মেনুবার থেকে কমান্ড দিন-
লেয়ার>নিউ>লেয়ার>ওকে। নিচের ছবিতে লক্ষ্য করুন
তাহলে আপনার ছবিটির উপরে একটি লেয়ার তৈরী হবে নিচের ছবিটি লক্ষ করুন-
এবার লেয়ার-১ সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার মেনুতে ক্লিক করে রেন্ডার >ক্লাউডস এ ক্লিক করুন নিচের ছবির মত
লেয়ার>নিউ>লেয়ার>ওকে। নিচের ছবিতে লক্ষ্য করুন
তাহলে আপনার ছবিটির উপরে একটি লেয়ার তৈরী হবে নিচের ছবিটি লক্ষ করুন-
এবার লেয়ার-১ সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার মেনুতে ক্লিক করে রেন্ডার >ক্লাউডস এ ক্লিক করুন নিচের ছবির মত
তাহলে ছবিটি দেখতে আমার ছবির মত হবে।
এবার লেয়ার অপশন থেকে নরমাল এর পরিবর্তে স্ক্রীণ এর ক্লিক করুন আমার ছবিতে লক্ষ করুন।
এবার লেয়ার অপশন থেকে নরমাল এর পরিবর্তে স্ক্রীণ এর ক্লিক করুন আমার ছবিতে লক্ষ করুন।
এবার স্ক্রীন এর বরাবর অপাসিটি ১০০ এর পরিবর্তে ৬২ করুন। আপনার কাজ শেষ দেখেন তো বৃষ্টি বৃষ্টি মনে হয় নাকি।
সোস : http://total-sw.blogspot.com/2012/04/blog-post.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন